সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজীম সাইয়ারা তটিনী। অভিনয়ে তার পথচলা বেশি দিন না হলেও এরই মধ্যে প্রমাণ করেছেন নিজের প্রতিভা। অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি। নির্মাতাদের পছন্দের তালিকাতেও তার অবস্থান উপরে দিকেই। আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে লিখেছেন মাসুদুর রহমান।
কয়েক দিন ধরেই মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না তটিনীকে। অবশেষে সাড়া মেলে তার। ফোন রিসিভ করেই ওপার প্রান্ত থেকে স্বভাব সুলভ ভাষায় কুশলাদি আদান-প্রদান করেই বললেন, ‘আসলে শুটিংয়ে থাকলে অনেক সময় কল রিসিভ করার সুযোগ হয় না। আবার কখনো ফোন বন্ধ করে রাখা হয়। এ জন্য হয়তো অনেকেই ফোনে পান না আমায়।’ সেই সঙ্গে জানান লাইট-ক্যামেরা-অ্যাকশনে নিজের ব্যস্ততা। ঈদের নাটকের শুটিংয়ের ভরা মৌসুম চললেও মাত্র একটি গল্পের কাজ শেষ করেছেন তটিনী। হাসিব হোসাইন রাখি পরিচালনায় ‘চল হারিয়ে যাই’ শিরোনামের নাটকের শুটিং করেছেন। রোমান্টিক গল্পের এই নাটকে তটিনী জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুবের সঙ্গে।
সম্প্রতি একই পরিচালকের আরও একটি ঈদের নাটকের শুটিং করছেন চট্টগ্রামে। নাটকটি নিয়ে তটিনী বলেন, ‘সিএমভির এই ঈদের নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে গল্পটি রোমান্টিক ঘরানার। এই নাটকেও আমার সহশিল্পী তৌসিফ মাহবুব ভাইয়া। নাটকটি নিয়ে এর বেশি কিছু বলা যাবে না। বলতে পারেন নিষেধ আছে। আগে কাজটা শেষ হোক।