নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যমুনা-সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত। আ. লীগ নিষিদ্ধ নিয়ে ‘কয়েকটি কথায়’ যে ইঙ্গিত দিলেন মাহফুজ। যমুনাটিভিসহ চার বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত। রাজধানীর ধানমন্ডির মসজিদে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা রহমান। নাগরীক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই। সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের। চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী। চান্দগাঁও থানা পুলিশ ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ২৮ আসামী গ্রেফতার। পাকিস্তানে আকাশপথ পরিহার, বিমানের ৩ ফ্লাইটের সূচি বদল।

থার্টি ফার্স্ট নাইটে হোটেল ওয়েস্টিন ও রিজেন্সিতে অভিযান।

sharethis sharing button
থার্টি ফার্স্ট ঘিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করে। এরই আংশ হিসেবে ঢাকার অভিজাত এলাকাসহ দেশব্যাপী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে অধিদপ্তর।গতকাল বুধবার  এ তথ্য নিশ্চিত করেছে ডিএনসি।
ডিএনসি জানায়, ঢাকা মহানগরীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮টি বিশেষ টিম অভিজাত এলাকাতে বিশেষ অভিযান চালায়। এ সময় হোটেল ওয়েস্টিনে ১৩৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেনেসাঁয় বিভিন্ন ব্রান্ডের বিদেশি ৩২ বোতল মদ, হোটেল রিজেন্সিতে ৯১ বোতল মদ ও ৩৬৭ ক্যান বিয়ার এবং ঢাকার শেরাটন, বনানী থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশি মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।
ডিএনসি আরও জানায়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ২৮ থেকে -৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৩৬৮ টি মামলা দায়েরসহ ৩৯৩ জনকে আটক করা হয়েছে।
এছাড়া অভিযান পরিচালনাকালীন সময়ে ৪২ হাজার ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেন্সিডিল, ৩৭৬ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ, ৭০৯ ক্যান বিয়ার, ৬৫২ লিটার চোলাই মদ, ৬৬ কেজি গাঁজাসহ এবং নগদ ২ লাখ ৯৭ হাজার ৩৯৭ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন