নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যমুনা-সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত। আ. লীগ নিষিদ্ধ নিয়ে ‘কয়েকটি কথায়’ যে ইঙ্গিত দিলেন মাহফুজ। যমুনাটিভিসহ চার বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত। রাজধানীর ধানমন্ডির মসজিদে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা রহমান। নাগরীক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই। সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের। চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী। চান্দগাঁও থানা পুলিশ ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ২৮ আসামী গ্রেফতার। পাকিস্তানে আকাশপথ পরিহার, বিমানের ৩ ফ্লাইটের সূচি বদল।

দশ মাস আগেই বিয়ে সেরেছেন: সংগীত শিল্পীপড়শী।

সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গেল বছরের মার্চে তার আকদ হয়েছে বলে জানিয়েছেন শিল্পী নিজেই। গতকাল রোববার সকাল থেকে পড়শীর বিয়ের খবর ছড়িয়ে পড়ে। দিনভর চুপ থেকে বিকেলে ফেসবুকে আকদ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন পড়শী জানান, দশ মাস আগেই বিয়ে হয়েছে তার। বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি বলে খবরটি এতদিন প্রকাশ্যে আনা হয়নি।

পড়শী লিখেছেন, “ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ ছবিসহ সবার সঙ্গে ভাগ করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই–বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। জীবনসঙ্গীর পরিচয় দিয়ে এই শিল্পী লিখেছেন, “আমার জীবনসঙ্গীর নাম হামিম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়।

তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম–মৃত্যু–বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি–এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।” বিয়ের খবরটি সবাই জেনে যাওয়ায় পড়শী কিছুটা বিব্রতবোধ করছেন। খরব বিডিনিউজের।

তা জানিয়ে তিনি লিখেছেন, “গত বছরের ৪ মার্চ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।”

যেহেতু আমরা দুই জন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু–শুভাকাঙ্‌ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।” এই শিল্পী জানিয়েছেন, স্বামী নীলয় দেশে ফিরলে শিগগিরই বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হবে।

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর থেকেই নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন এই শিল্পী। পাশাপাশি কিছু নাটকেও অভিনয় করছেন তিনি।

 

 

আরও পড়ুন