দাবি মানার আশ্বাসে গণঅনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সরকারের আশ্বাসের প্রেক্ষিতে গণঅনশন থেকে সরে আসেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সরকার শিক্ষার্থীদের স্বার্থরক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত সংস্কারের দাবিতে গণঅনশন শুরু করেছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝতে পেরেছে এবং দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। এই আশ্বাসকে সম্মান জানিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণে খুব দ্রুত এ কাজ শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজে বলেন, আমরা সারা দিন এটা নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে সবাই মিলে সমাধান করতে পারব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করব। আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি।

এসময় ইউজিসি চেয়ারম্যান দাবি আদায়ের জন্য গণঅনশনে অংশ নেয়া শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।