নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশজুড়ে প্রতিদিন দেড় থেকে ২ কোটি টাকার টমেটো বিক্রি।

আমারদেশ২৪ ডেস্ক:

বুধবার ২৩ এপ্রিল ২০২৫

দিনাজপুরের গর্ভেশ্বরী নদীর তীরে অবস্থিত গাবুড়া বাজার, এই বাজারের টমেটোর কদর দেশজুড়ে। প্রতিদিন দেড় থেকে ২ কোটি টাকার টমেটো বিক্র হয় এবাজারে। দেশের বিভিন্ন এলাকা থেকে টমেটো কিনতে আসেন পাইকাররা। এই বাজারে লেবার-শ্রমিকসহ প্রায় ৫ হাজার মানুষের রয়েছে কর্মসংস্থা।

জেলার সদর উপজেলার গর্ভেশ্বরী নদীর তীরে অবস্থিত গাবুড়া বাজার ঘুরে দেখা যায়, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই বাজারে বসে টমেটোর হাট। প্রায় ৫০ বছর যাবৎ বসে এখানে টমেটোর বাজার। প্রতিদিন ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চলে এই বাজারে টমেটোর বেচাবিক্রি। প্রায় এক কিলোমিটার পাকা সড়কের উভয় পাশে অস্থায়ী আড়ত বানানো হয়েছে।

এই বাজারে ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক পাইকার আসেন টমেটো কিনতে। ভোর থেকে টমেটো চাষিরা বড় বড় খাঁচায় করে টমেটো বিক্রি করতে আসছেন। টমেটো জাত নাম ভেদে পাইকার ও কৃষকদের মধ্যে চলে দর কষাকষি। বিপুল প্লাস, প্রভেনসিভ, রোমা ভিএফ, মিন্টু সুপার, আনসাল, রানী এবং শক্তি প্লাস জাতের টমেটো।

কোনটি গোলাকার কোনটি লম্বাকৃতির। দর-দামে ঠিক হলে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট পাইকারের আড়তঘরে। সেখানে ক্যারেট ভরানো হচ্ছে। পাশেই দাড়িয়ে থাকা ট্রাকে ক্যারেটগুলো তুলছেন ট্রাক শ্রমিকরা। দৈনিক শতাধিক ট্রাকে গড়ে দেড় থেকে ২ কোটি টাকার টমেটো কেনাবেচা হয় গাবুড়া বাজারে।

টমেটো চাষি ফরিদুল বলেন, গত বছর ফলন কম ছিল। কিন্তু দাম পাইছি ভালো। এবার ফলন ভালো হয়েছে দাম টা কম শুরুতেই ৪০০-৫০০ টাকা মণ পাচ্ছি।২ বিঘা মাটি বিপুল প্লাস জাতের টমেটো লাগাইছি। ২ বিঘা জমিতে লাখ টাকা খরচ হয়েছে। টমেটোর কেজি ১০টাকা থেকে ১২ টাকা। এটা যদি ২০ টাকা থাকত তাহলে বেশ লাভবান হওয়া যেত।

ঢাকা থেকে আসা পাইকার আজাদ আলী বলেন, এবার ঈদের ২দিন পরেই আসছি। দৈনিক ৫-৭টি ট্রাক লোড হচ্ছে। এখানকার টমেটোর একটা সুনাম আছে। চাষীদের সাথে একটা ভালো সম্পর্ক আছে আমাদের। ৪০০ টাকা থেকে ৫০০ টাকা মন কিনছি। চাষিরাও দাম কম পাচ্ছে আমরাও লাভবান হতে পারছি না।

আগের তুলনায় খরচ অনেক বাড়ে গেছে ট্রাক ভাড়া শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেশি। লাভ কম হচ্ছে আবার কোনটাতে হচ্ছেই না। কুষ্টিয়া থেকে আসা মনজুরুল ইসলাম বলেন, এক যুগের বেশি সময় ধরে এই বাজার থেকে টমেটো কিনে বিভিন্ন জেলায় পাঠাচ্ছি। মৌসুমে টানা ২ মাস এই অঞ্চলে থাকি। চাষিদের সঙ্গে সুসম্পর্ক হয়েছে।

 

আরও পড়ুন