নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দোলে রং মাখানোর সুযোগে শ্লীলতাহানি, মামলা করলেন নায়িকা।

 নিউজ ডেস্কঃ
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
দোলের দিন খুশির রঙে রেঙে উঠেছিলেন বলি তারকারাও। রোজের রুটিনকে দূরে সরিয়ে এদিন মন খুলে আনন্দে মেতেছিলেন তারা। কিন্তু দোলের রঙে আনন্দের সঙ্গে কোথাও মিশেছিল অশ্লীলতার ছোঁয়া। ঠিক এরকমই অভিজ্ঞতা হল হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় নায়িকার।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দোলের দিন ধারাবাহিকের সবার সঙ্গে রঙের উৎসবে মেতে উঠেছিলেন ওই নায়িকাও। এদিকে, সবার মাঝে সহ-অভিনেতার লোলুপ দৃষ্টি বারবার অস্বস্তিতে ফেলছিল তাকে। প্রথমে তেমন গুরুত্ব দেননি অভিনেত্রী। পরে মত্ত অবস্থায় ওই সহ-অভিনেতা তাকে জোর করে রং মাখাতে যান।
সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। চারপাশে অনেকে থাকায় তখন দূরে সরে যান ওই অভিনেতা। এরপর অভিনেত্রীর পিছু নিতে শুরু করেন। এক সময় চারপাশে কেউ না থাকার সুযোগে নায়িকাকে জোর করে রং মাখান। এবং আপত্তি সত্ত্বেও তাকে স্পর্শ করেন।
এই ঘটনার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই অভিনেত্রী। সহ-অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলাও দায়ের করেন। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানান, ওই সহ-অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেই চুপ করবেন না তিনি, ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নিতেও পিছপা হবেন না।

আরও পড়ুন