আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ৪ মে, ২০২৫
গত ২৯ এপ্রিল পৃথক ৭টি আদেশে ১৬ জন, তার আগের দিন পৃথক ৪ আদেশে ১৫ জন এবং গত ২৩ এপ্রিলে পৃথক ৩টি আদেশে ৮ জন মেডিকেল টেকনোলজিস্ট-টেকনিশিয়ান ও ফার্মাসিস্টকে বদলির আদেশ দেয় স্বাস্থ্য অধিদফতর।
এ ৩ তারিখে মোট ৩৯ জনকে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বদলি আদেশ দেওয়া হয়। একই সঙ্গে জুলাই পটপরিবর্তনে পর মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ৮ জনকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হয়।
এদের মধ্যে একজনকে আবার টাকার বিনিময়ে ঢাকায় ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে জারি করা বদলি ও নিয়োগ আদেশে এমনই দৃশ্য দেখা গেছে। আর অধিদফতর থেকে এমন বদলির আদেশ প্রায় প্রতিদিনই জারি হচ্ছে। এর মধ্যে গত ৭ জানুয়ারি একদিনেই টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে কর্মরত ৮৪ জনকে বদলির আদেশ দেওয়া হয়। বদলির এ হিড়িককে অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা।
আর এ বদলিতে ট্যাগ দেওয়া হচ্ছে ‘আওয়ামী ফ্যাসিস্টদের দোসর’। এমন বদলির পেছনে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। বদলির কথা স্বীকার করলেও কোনো অনিয়মের বিষয়টি উড়িয়ে দিয়েছে অধিদফতর।