পদ্মা নদীর নারিশা বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অবৈধভাবে ঝাটকা ইলিশ মাছ ধরার সময় কাঞ্চন তালুকদার ও মো. রায়হান নামে ২ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। এর আগে বৃহস্পতিবার রাতে পদ্মা নদীর নারিশা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুল আলমের দিকনির্দেশনায় এসআই নাসির উদ্দিন ও এএসআই মো. শহিদুল ইসলাম সহ একটি দল নারিশা বাজার এলাকার পদ্মানদী থেকে অভিযান চালিয়ে ঝাটকা ইলিশ মাছ ধরার সময় কাঞ্চন তালুকদার ও মো. রায়হান নামে দুইজনকে আটক করে। এসময় ঝাটকা ইলিশ ধরার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়।আটকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মৎস্য আইনে একটি মামলা দায়ের করেছে কুতুবপুর নৌ- পুলিশের এএসআই মো. শহিদুল ইসলাম।