নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নীতিনির্ধারকরা মালিক হওয়ায় শ্রমিকরা অধিকার বঞ্চিত: শ্রম উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আলোচনা দ্রুত নিষ্পত্তির নির্দেশ: প্রধান উপদেষ্টা। পাকিস্তানের কোনো বিমান ভারতে ঢুকতে পারবে না। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। টানা ৭ রাত ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলি, উত্তেজনা চরমে। নগরীর হালিশহরে রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু। জেল হাজতে নেওয়ার সময় পালানো ২ আসামির একজন গ্রেপ্তার। চান্দগাঁওয়ে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করল সহপাঠীরা, আটক ৪। আদালত থেকে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। চট্রগ্রাম লোহাগাড়ায় সেপটিক ট্যাংকে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার।

নগরীর হালিশহরে রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু।

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ 

চট্রগ্রাম নগরীর হালিশহরে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল (বুধবার ৩০ এপ্রিল)  সকাল থেকে নগরের উত্তর মধ্যম হালিশহরস্থ মহিলা পলিটেকনিক সংলগ্ন এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান পরিচালনা করেন রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর তঞ্চঙ্গা। অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করছেন।

গতকাল প্রথমদিন উত্তর মধ্যম হালিশহরস্থ মহিলা পলিটেকনিক সংলগ্ন এলাকা থেকে সাড়ে তিন একর জমির আংশিক উচ্ছেদ করা হয়েছে। ধারাবাহিকভাবে উচ্ছেদ পরিচালনা করে এসব জমি রেলওয়ে নিরাপত্তাকর্মীর কাছে বুঝিয়ে দেওয়া হবে।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের হাজার হাজার একর জমি অবৈধ দখল রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ সকল ভূমি উদ্ধারে ও নিরাপত্তার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করতে না পারায় বার বার উচ্ছেদ করার পরও জমি বেদখল হয়ে যায়। এই অবস্থায় রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তির জারির পর চট্টগ্রাম বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা ধারাবাহিকভাবে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করে।

গতকাল অভিযানের ব্যাপারে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গা বলেন, এই মৌজা ও দাগে সাড়ে তিন একর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সোমবার (আজ) সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযানের পূর্বে স্থানীয়ভাবে একাধিকবার মাইকিং ও সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল।

 

আরও পড়ুন