নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যমুনা-সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত। আ. লীগ নিষিদ্ধ নিয়ে ‘কয়েকটি কথায়’ যে ইঙ্গিত দিলেন মাহফুজ। যমুনাটিভিসহ চার বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত। রাজধানীর ধানমন্ডির মসজিদে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা রহমান। নাগরীক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই। সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের। চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী। চান্দগাঁও থানা পুলিশ ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ২৮ আসামী গ্রেফতার। পাকিস্তানে আকাশপথ পরিহার, বিমানের ৩ ফ্লাইটের সূচি বদল।

নতুন বছরে বাঁধনের বিয়ে।

গত বছর বেশ ব্যস্ত ছিলেন আজমেরী হক বাঁধন। তিনি বলেন, গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি।
আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া আরও দুটি নতুন সিনেমার কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ বছর কাজ দুটি করব।
দীর্ঘদিন ধরে একাই রয়েছেন বাঁধন। তবে নতুন বছরে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রীবেশ ইতিবাচক। বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তা হলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করব।
দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে এটির মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক।’
নতুন বছরে বাঁধনকে দেখা যাবে সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ সিনেমায়। ইতিমধ্যেই বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে বাঁধনের সঙ্গে আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

আরও পড়ুন