নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নয়াদিল্লিতে ভূমিকম্পের সময় শোনা গেল রহস্যময় শব্দ, যা বলছে বিজ্ঞান।

নিউজ ডেস্কঃ
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নয়াদিল্লি। যার কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানীলাগোয়া বেশ কয়েকটি এলাকাতেও। গতকাল সোমবার ভোরে এ কম্পন অনুভূত হয়।জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি মাত্র ৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল। যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে স্থানীয় বাসিন্দারা বলছে, ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ডের জন্য বিকট শব্দ শুনতে পেয়েছেন তারা। ভূমিকম্পের কেন্দ্রস্থল অগভীর হলে সাধারণত বিকট শব্দ তৈরি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, যখন উচ্চ-কম্পাঙ্কে ভূমিকম্প কম গভীরতায় ঘটে, তখন এটি ভূ-পৃষ্ঠকে তীব্রভাবে প্রকম্পিত করে। এসময় স্বল্পমেয়াদি সিসমিক তরঙ্গ তৈরি হয়, যা বাতাসে প্রবাহিত হয়ে শব্দ তরঙ্গে পরিণত হয়।
যত কম গভীরতায় ভূমিকম্প হয়, তত বেশি শক্তি ও শব্দ উৎপন্ন হয়ে থাকে। অনেক সময় ভূমিকম্পের কম্পন অনুভূত না হলেও প্রচণ্ড শব্দ শোনা যেতে পারে। সাধারণত ৫-১০ কিলোমিটার গভীরতায় উৎপন্ন ভূমিকম্পগুলো বেশি বিধ্বংসী হয়ে উঠে, কারণ এগুলো শক্তিশালী কম্পন তৈরি করে।
সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নয়াদিল্লির ধৌলা কুয়ান এলাকা। সেখানে প্রতি দুই-তিন বছরে একবার ছোটখাট ভূমিকম্প হয়ে থাকে। ২০১৫ সালে ৩.৩ মাত্রার ভূমিকম্পও সেখানে রেকর্ড করা হয়েছিল।

আরও পড়ুন