নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ। আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ। এনসিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন : মির্জা আব্বাস। নগরীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার। ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানকে  লোহাগাড়ায় পুলিশ দেখে পালানোর চেষ্টা, অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার। শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত সায়েন্সল্যাব, ২ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ। নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ।

নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ রিফাত  (১৮) নামে এক মাদক কারবারিকেগ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মিজমিজি উত্তরপাড়া এলাকার খলিলুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সুমন (৪০) নামে তার এক সহযোগীকে পলাতক দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত রিফাত বরিশালের কাজিরহাট থানাধীন ছৈলা গ্রামের সুমন হোসেনের ছেলে এবং পলাতক সুমন একই গ্রামের আঃ মালেকের ছেলে। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলো।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, শাহীনূর আলম জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ রিফাতকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার ভাড়া বাসা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এর আগে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগী সুমন পলাতক রয়েছে তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন