হেফাজতে ইসলামমের মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
এর আগে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করা হয়।সমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে যেসব ‘কনসার্ন’ উত্থাপন করেছে, সেগুলোকে ‘অতিসত্বর অ্যাড্রেস’ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের রাজনৈতিক দল এনসিপি’র একজন কেন্দ্রীয় নেতার হেফাজতে ইসলামের মহাসমাবেশে অংশগ্রহণ এবং বহুল আলোচিত ‘নারী সংস্কার ইস্যুতে’ তার সুস্পষ্ট বক্তব্যের মাঝে ‘নারীবিদ্বেষী অবস্থান’ নিহিত রয়েছে কিনা এই প্রশ্ন সামনে এসেছে।
বিবিসি বাংলার প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্লেষকরা বলছেন, হেফাজতে ইসলামের সমাবেশে আব্দুল্লাহর অংশগ্রহণ থেকে এটি স্পষ্ট যে এনসিপি ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের ‘ঐক্য’ ঘোষণা করছে।
হাসনাত আবদুল্লাহ জানান, এনসিপির প্রতিনিধি হিসেবে হেফাজতের কর্মসূচিতে গিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং হেফাজতে ইসলাম গত ১৬ বছরে যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সেটার শিকার, ২০১৩ সালে পাঁচই মে গণহত্যার তারা ভিকটিম। সেই জায়গা থেকে ওখানে যাওয়া।’

এসময় তিনি আরও জানান, ‘হেফাজত দল থেকে কাউকে পাঠাতে বলেনি। তারা স্পেসিফিক্যালি হাসনাতকেই সংহতি প্রকাশের জন্য ইনভাইট করছে। তবে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করে তার যে অবস্থান ছিল, তা আমরা দেখেছি। তার বক্তব্যকে আমরা আমলে নিয়েছি এবং এখানে তার বক্তব্যকে আমাদের কাছে পুরোপুরি নেতিবাচক মনে হয়নি। নারী সংস্কার কমিশন বাতিল বিষয়ে তার কোনো বক্তব্য ছিল না।