আমারদেশ২৪
শনিবার, ২২ মার্চ, ২০২৫
গতকাল শুক্রবার ২১ মার্চ তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন ড্যাবের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, দেশের মানুষ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। কারণ পতিত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার জনগণের ভোট প্রদানের অধিকার কেড়ে নিয়েছিলো।
তিনি বলেন, আজকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশবাসী একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দমতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। এজন্য টালবাহানা না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ডা. শামীম।