বিএনপি কী কারণে চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাচ্ছে তার কারণ ও যৌক্তিক ব্যাখ্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠক সামনে রেখে বিএনপি নিজেদের মধ্যে গ্রাউন্ড ওয়ার্ক করছে।বিএনপির চাওয়ার প্রেক্ষিতে আগামী ১৬ এপ্রিল দলটিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিএনপি। ওই দিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সময়ের আলোকে বলেন, এবার আমরাই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছি। তিনি আমাদের সময় দিয়েছেন। আমরা বৈঠকে নির্বাচনকে গুরুত্ব দিয়ে আলোচন্য সূচি সাজাব। বিশেষ করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানাব। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টাকে সরাসরি বলব। এটি শুধু বিএনপির নয়, আপামর জনগণের দাবি। নির্বাচন ছাড়াও আরও কিছু বিষয় যেমন বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সময় আছে এখনও; আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আলোচ্যসূচি ঠিক করব।