নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যমুনা-সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত। আ. লীগ নিষিদ্ধ নিয়ে ‘কয়েকটি কথায়’ যে ইঙ্গিত দিলেন মাহফুজ। যমুনাটিভিসহ চার বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত। রাজধানীর ধানমন্ডির মসজিদে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা রহমান। নাগরীক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই। সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের। চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী। চান্দগাঁও থানা পুলিশ ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ২৮ আসামী গ্রেফতার। পাকিস্তানে আকাশপথ পরিহার, বিমানের ৩ ফ্লাইটের সূচি বদল।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, আটক ৬।

pinterest sharing button
নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ।আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান।
আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাবুল সরকারের ছেলে চিন্ময় সরকার (২৭), জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), নেত্রকোনা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫), জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), নেত্রকোনা পৌর ছাত্রলীগের সদস্য রাহুল রায় (২৪) এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন (২৮)।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ‌নেওয়াজ সাংবাদিকদের জানান, আজ ভোর সোয়া ৬টার দি‌কে নেত্রকোনা পৌরসভাধীন বড় মসজিদ রোড থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় এবং সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহিদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোনা মডেল থানার টহল পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি দেখে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মিছিলে অংশ নেয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ছয় সদস্যকে আটক করা হয়।

 

আরও পড়ুন