নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নীতিনির্ধারকরা মালিক হওয়ায় শ্রমিকরা অধিকার বঞ্চিত: শ্রম উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আলোচনা দ্রুত নিষ্পত্তির নির্দেশ: প্রধান উপদেষ্টা। পাকিস্তানের কোনো বিমান ভারতে ঢুকতে পারবে না। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। টানা ৭ রাত ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলি, উত্তেজনা চরমে। নগরীর হালিশহরে রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু। জেল হাজতে নেওয়ার সময় পালানো ২ আসামির একজন গ্রেপ্তার। চান্দগাঁওয়ে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করল সহপাঠীরা, আটক ৪। আদালত থেকে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। চট্রগ্রাম লোহাগাড়ায় সেপটিক ট্যাংকে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার।

নীতিনির্ধারকরা মালিক হওয়ায় শ্রমিকরা অধিকার বঞ্চিত: শ্রম উপদেষ্টা।

আমারদেশ২৪ ডেস্ক:
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সময়ে শ্রমিকরা অধিকার বঞ্চিত হয়েছে। কারণ বিগত সময়ে সরকারের নীতিনির্ধারকরাই ছিল শিল্প কারখানার মালিক।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মে দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন উপদেষ্টা। এরপর তিনি সাংবাদিকদের একথা বলেন। 
উপদেষ্টা বলেন, পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য–সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছে।ড. এম সাখাওয়াত হোসেন আরও বলেন, মালিক ও শ্রমিকদের দূরত্ব কমাতে হবে। এ সময় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তি‌নি।

আরও পড়ুন