স্পোর্টস ডেস্ক:
সোমবার ২১ এপ্রিল২০৫
বিরতি থেকে ফিরে দারুন খেলেছে বাংলাদেশ দল। সুপার ট্যাকল করে বেশ কয়েকটি পয়েন্ট আদায় করে নেয় তারা। দ্বিতীয়ার্ধে নেপালের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ১৪ পয়েন্ট পেয়েছে শ্রাবণী, বৃষ্টিরা। আর নেপাল পেয়েছে ১১ পয়েন্ট। কিন্তু প্রথমার্ধে পিছিয়ে থাকায় হেরে খেলা শেষ করে বাংলাদেশ দল।
কোচ আরদুজ্জামান মুন্সী বাংলাদেশের উন্নতির অনেক জায়গা দেখছেন। আজকের ম্যাচে তার দল ভালো খেলেছে বলেই জানিয়েছেন তিনি। ‘প্রথম ম্যাচে বাংলাদেশ ডিফেন্স ও আক্রমণ দুই জায়গাতেই অনেক খারাপ করেছিল। আজকে অবশ্য ডিফেন্স অনেক ভালো করেছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব। আমাদের বাকি যে তিন ম্যাচ রয়েছে সেখান থেকে আশা করছি আমরা দুটো ম্যাচ জিততে পারব। যদিও আমরা সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছি। তবে বলব ইনজুরি ও ফিটনেসের কারণে আমরা পিছিয়ে আছি। ’আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজের তৃতীয় ম্যাচ।