নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিএনপির মির্জা আব্বাস বলেন, ‘শুধু অবৈধ টাকা লুটকারী ব্যবসায়ী না, সচিবালয়ে খোঁজ নেন আওয়ামীলীগ। ৬৮ জন বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত। এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন। কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা হবেনা। পাকিস্তানে ট্রেন থেকে ১৫৫ যাত্রী উদ্ধার, অভিযানে নিহত ২৭ জঙ্গি। স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রায় পুলিশের বাধা। খালের গুরুত্বপূর্ণ পয়েন্টে খনন করলে আগামী বর্ষায় জলাবদ্ধতা হ্রাস পাবে। চট্টগ্রাম বিমানবন্দরে মোয়াল্লেমের ব্যাগ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার। নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪। নামের আগে কারা ‘ডাক্তার’ লিখতে পারবে, জানাল হাইকোর্ট।

পরীমণির পোস্টে কী মন্তব্য করলেন সাদী।

 বিনোদন ডেস্কঃ
বুধবার, ১২ মার্চ, ২০২৫

আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সিনেমার থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন বেশি। কয়েক দিন হয়েছে গায়ক শেখ সাদীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ আলোচনা চলছে সোস্যাল মিযিয়ায়।

গুঞ্জন রয়েছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। তবে এখন পর্যন্ত তা জল্পনা-কল্পনার মধ্যেই আছে। এরপরও নেটিজেনদের চোখ তাদের দিকে। এ জন্যই হয়তো পরীর ইস্যুটা এখন টক অব দ্য টাউন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন পরী। সেই পোস্টে কমেন্ট বক্সে শেখ সাদী মন্তব্য করেছেন যার জবাবও দিয়েছেন পরী।
সাদী উল্লেখ করেছেন যে, খাবার খেতে কষ্ট কলে তাকে যেন পরী কল করেন। কমেন্টের পরিপ্রেক্ষিতে পরী জানান যে, তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই।

পরীমণি পোস্টে সাদী কমেন্টে লিখেছেন, ‘আপনি নিশ্চয়ই আল্লাহ তায়ালার অনেক প্রিয়। আমার কেনো যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন। আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন।’

সাদী আরও বলেন, ‘নিজেকে কখনোই একা ভাববেন না যার সাথে আল্লাহ আছেন তার আর কিছু লাগে নাকি। আপনার হাসি ধরে রাখার জন্যে আল্লাহ আপনাকে সাহিম আর প্রিয়ম কে তো দিয়েই দিছে।’

তার কথায়, ‘আপনাকে এতো সুন্দর হাসি দিয়েছে যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না । হাসিখুশি থাকুন, জীবনকে উপভোগ করুন। এরপরেও খেতে কষ্ট হলে ফিল ফ্রি টু কল মি।’এরপর পরীমণি পাল্টা উত্তর দিয়েছেন সাদীর কমেন্টে। তিনি লিখেছেন, ‘শেখ সাদী পিচ্চি পোলা, তোরে ফোন দেয়ার মতো টাকা নাই রে আমার ফোনে সোনা।’

আরও পড়ুন