স্পোর্টস ডেস্ক:
সোমবার ২১ এপ্রিল ২০২৫
চোট কাটিয়ে উঠতে না পারায় মাঠে ফেরার অপেক্ষা আরও বেড়েছে সাঞ্জু স্যামসনের। পরের ম্যাচেও অধিনায়ককে পাবে না রাজস্থান রয়্যাল।
আগামী বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে রাজস্থান। ম্যাচটি খেলতে সোমবার বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয় আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। দলের সঙ্গে যাননি স্যামসন।
রাজস্থান এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে, তলপেটের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি স্যামসন। জয়পুরেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। একারণে বেঙ্গালুরু ম্যাচের জন্য তাকে বিবেচনায় নেওয়া হয়নি।