নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পুলিশের নজরে আওয়ামী লীগ নেতারা।

আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
পুলিশ সদর দপ্তরের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের ওপর নজরদারি বৃদ্ধি পেয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে, যেসব নেতা-কর্মী বিভিন্ন মামলায় আসামি, তাদের গ্রেপ্তারে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে ঢাকায় সমবেত হয়ে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করেছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তথ্য অনুযায়ী, তাঁরা বিভিন্ন জেলা, উপজেলা থেকে সংগঠিতভাবে ঢাকায় আসবেন।
ঢাকায় তাঁরা সমাবেশ করবেন এবং সরকারবিরোধী প্রচার ও কর্মকাণ্ড চালাবেন। এ জন্য ঢাকায় আসতে পারেন সন্দেহভাজন এমন নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কয়েক দিন ধরে রাজধানীসহ সারা দেশে দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তার অভিযানও জোরদার করা হয়েছে।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর বলেন, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে থাকে, তাদের আইনের আওতায় আনাই পুলিশের দায়িত্ব।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান দলটির সভাপতি শেখ হাসিনা। দেশ ছাড়েন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, দলটির কেন্দ্রীয় নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা। আত্মগোপন করেন অনেকে।

আরও পড়ুন