নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

প্রকাশিত হয় শতাধিক নতুন গান এবারও এর ব্যতিক্রম ঘটছে না।

আমারদেশ ২৪ ডেস্কঃ
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

একসময় নতুন গানের অ্যালবামে জমজমাট ছিল ঈদের অডিও বাজার। প্রিয় শিল্পীর নতুন গানের অপেক্ষায় থাকতেন শ্রোতারা। সময়ের পরিবর্তনে এখন গান মুক্তি পাচ্ছে টেলিভিশন কিংবা ইউটিউব চ্যানেলে। সারা বছর গানের সঙ্গে সখ্যতা থাকলেও ঈদের মৌসুমে ব্যস্ততা বাড়ে সংগীতশিল্পীদের। প্রকাশিত হয় শতাধিক নতুন গান। এবারও এর ব্যতিক্রম ঘটছে না

বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সম্প্রতি তিনি কণ্ঠে তুলেছেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের নতুন একটি আধুনিক গান। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ। ঈদে এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। এর বাইরে ‘জানো কি তুমি’, ‘তুমি শুধু’ গান দুটি করেছেন ঈদের জন্য।
দীর্ঘ ক্যারিয়ারে কখনো ঈদের গান করেননি সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এবারই প্রথমবার ঈদ নিয়ে গান করেছেন তিনি। গানের শিরোনাম ‘ঈদ এলো রে’। কাজী বেননূরের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এহসান রাহী। গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিলন। মিউজিক ভিডিওটি ঈদের আগে ন্যান্সির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

আরও পড়ুন