নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

 

স্পোর্টস ডেস্ক:
সিলেট টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গেছে টাইগাররা। জিম্বাবুয়ের ২ বোলার ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি ছিলেন সবচেয়ে সফল, দুজনেই নেন ৩টি করে উইকেট। তাদের দারুণ সমর্থন দেন ভিক্টর ন্যাওচি ও ওয়েসলি মাধেভেরে, এই দুজন তুলে নেন দুটি করে উইকেট।
দিন শেষে ব্যাট হাতেও ভালো শুরু পেয়েছে জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে বেন কারেন ও ব্রায়ান বেনেট মিলে ১৪.১ ওভারে তুলে নেন ৬৭ রান। কোনো উইকেট হারায়নি সফরকারীরা। টেস্ট শুরুর দিনে এর চেয়ে ভালো কিছু হয়তো তারাও আশা করেনি। বিশেষ করে সেই সিলেটেই, যেখানে সাত বছর আগে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে।
টেস্ট ক্রিকেটে ৫ মাসের বিরতির পরও বাংলাদেশ ব্যাটিংয়ে উন্নতির ছাপ রাখতে পারেনি। শেষ ১০ ইনিংসে এটি ছিল ষষ্ঠবারের মতো ২০০ রানের নিচে অলআউট হওয়া।
সিলেটে টস জিতে ব্যাট করতে নামলে ৩৭ রানের মধ্যেই ২ ওপেনার বিদায় নেন। শুরুর ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়ালেও ৯৮ রানে ২ উইকেট থেকে পরবর্তী ৪ উইকেট হারায় মাত্র ৪৮ রানের ব্যবধানে। ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৪০ রান। তবে কেউই পারেননি ইনিংস বড় করতে।
সকালে জিম্বাবুয়েকে প্রথম সাফল্য এনে দেন ভিক্টর ন্যাওচি। নিজের প্রথম ওভারের চতুর্থ বলেই ফেরান সাদমান ইসলামকে, গালিতে বল গেলে দুর্দান্ত এক ডাইভিং ক্যাচ নেন ব্রায়ান বেনেট। পরের ওভারেই মাহমুদুল হাসান জয়কে কট বিহাইন্ড করে ফেরান তিনি।
অন্যদিকে মুজারাবানির শর্ট বলের ফাঁদে পড়েন শান্ত। ছয়টি বাউন্ডারিতে ৪০ রান করা শান্ত আরেকটি শর্ট বল নিয়ন্ত্রণ করতে না পেরে পয়েন্টে সহজ ক্যাচ দেন মাধেভেরেকে।এরপর মুশফিকুর রহিম এবং মুমিনুলের ওপর নির্ভর করছিল বাংলাদেশ। কিন্তু মুশফিক মাত্র ৪ রান করে মাসাকাদজার প্রথম ওভারেই বেনেটের হাতে ধরা পড়েন শর্ট মিডউইকেটে। মুমিনুলও যান একই জায়গায়, ৫৬ রান করে মাসাকাদজার বলেই।
মেহেদী হাসান মিরাজকে মুজারাবানি ফিরিয়ে দেন শর্ট বলেই। মাত্র চতুর্থ বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দেন তিনি। এরপর টেলএন্ডারদের নিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি জাকের আলী। তাইজুল ইসলাম পেছনে ক্যাচ দিয়ে মাসাকাদজার তৃতীয় শিকার হন। হাসান মাহমুদকে সরাসরি বোল্ড করে মুজারাবানি নেন তার তৃতীয় উইকেট। এরপর একই ওভারে জাকের আলী ও নাহিদ রানাকে ফিরিয়ে দেন মাধেভেরে।
মাত্র ৬১ ওভারে অলআউট হয় বাংলাদেশ, ম্যাচের প্রথম দিনেই চালকের আসনে উঠে পড়েছে সফরকারীরা। বাংলাদেশের জন্য দ্বিতীয় দিনটা হতে যাচ্ছে কঠিন পরীক্ষা।

আরও পড়ুন