নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

প্রথম সফরেই সৌদি আরব ও কাতারে যাচ্ছেন ট্রাম্প।

আমারদেশ২৪

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
মার্কিন মদদে ফিলিস্তিনের গাজায় উপর্যুপরি বোমা হামলার মধ্যেই হঠাৎ মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ইউ এস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার এই সফর শুরু হবে। সোমবার এই সফরের কথা জানিয়েছেন তিনি।

সত্যিই যদি ট্রাম্পের এই সফর অনুষ্ঠিত হয়, তাহলে এটি হবে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি সৌদি আরব এবং কাতার সফরের পরিকল্পনা করেছেন এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেও যাত্রাবিরতি করবেন।

সৌদি আরব এবং কাতার সফরে অন্য কয়েকটি দেশও অন্তর্ভুক্ত হতে পারে উল্লেখ করে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য এই সফর অনেক গুরুত্বপূর্ণ। তবে সফরের নির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করেননি তিনি।

এর আগে আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পের সফর এই কারণেও হতে পারে বলে অনুমান করছেন সংশ্লিষ্টরা।
যদিও ইউক্রেনে শান্তি আলোচনার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ সৌদি আরবে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই সাক্ষাৎ এই সফরের অংশ কিনা, তা এখনো নিশ্চিত নয়।
ট্রাম্পের প্রথম মেয়াদের প্রথম বিদেশ সফরও ছিল মধ্যপ্রাচ্যে। তিনি ২০১৭ সালের মে মাসে সৌদি আরব এবং ইসরায়েল সফর করেন, এরপর ইতালিতে পোপের সঙ্গে সাক্ষাৎ এবং বেলজিয়ামে ন্যাটো সম্মেলনে অংশ নেন।

আরও পড়ুন