নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নীতিনির্ধারকরা মালিক হওয়ায় শ্রমিকরা অধিকার বঞ্চিত: শ্রম উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আলোচনা দ্রুত নিষ্পত্তির নির্দেশ: প্রধান উপদেষ্টা। পাকিস্তানের কোনো বিমান ভারতে ঢুকতে পারবে না। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। টানা ৭ রাত ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলি, উত্তেজনা চরমে। নগরীর হালিশহরে রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু। জেল হাজতে নেওয়ার সময় পালানো ২ আসামির একজন গ্রেপ্তার। চান্দগাঁওয়ে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করল সহপাঠীরা, আটক ৪। আদালত থেকে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। চট্রগ্রাম লোহাগাড়ায় সেপটিক ট্যাংকে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার।

প্রথম হজ্ব ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন হজযাত্রীরা।

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন হজযাত্রীরা। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে প্রথম ফ্লাইটে ৩৯৮ হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় একটি ফ্লাইট ।

প্রথম দিনে ১০টি ফ্লাইটে যাত্রী ৪১৮০ জন। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহা, বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এছাড়া, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। উত্তরার আশকোনা হাজিক্যাম্পে হজযাত্রীরা জানান, এবারের আয়োজন আগের চেয়ে অনেকটাই ভালো।

 

আরও পড়ুন