নিজস্ব প্রতিবেদক:
রোববার ২০ এপ্রিল ২০২৫
এর আগে শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় চট্রগ্রাম নগরীর প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ( চসিক) মেয়র ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মু, তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো, আশরাফুল আমিন উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।এই সভায় ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। ইউনিভার্সিটির স্বাস্থ্য বীমা স্কিমের সময় বর্ধিতকরণ, প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার স্থাপন ও পরিচালনা, প্রিমিয়ার ইউনিভার্সিটির গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্ট ও প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট পুনর্গঠন, ইউনিভার্সিটির আয়কর অব্যাহতি সুবিধা গ্রহণের প্রক্রিয়া এবং ইউনিভার্সিটির বিভিন্ন একাডেমিক নীতিমালা অনুমোদন প্রভৃতি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ইউনিভার্সিটির চলমান কার্যক্রম সংশ্লিষ্ট কিছু জরুরি বিষয় বিবিধ হিসেবে আলোচনাভুক্ত হয়।