নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক অটোচালক গ্রেফতার।

নিউজ প্রকিবোদক:

রবিবার ১১ মে, ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আজিজুল হক (৪৮) নামের এক অটোচালককে গ্রেফতা করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

এর আগে শনিবার (১০ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটিচন্দ্রখানা এলাকায় অটোরিকশা তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ প্যাকেটে গাঁজা জব্দ করা হয়।

এ সময় অটোরিকশাসহ চালক মাদক ব্যবসায়ী আজিজুল হককে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতার আজিজুল হক কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি এলাকার মৃত আকবর আলীর ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন নিজস্ব অটোরিক্সায় করে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় আরো মাদক মামলা রয়েছে। গ্রেফতারের ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

আরও পড়ুন