নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল আসছে : সারজিস।

নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,  আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারিতেই আসতে যাচ্ছে। আমরা আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলামকে আহ্বান জানিয়েছি, মন্ত্রণালয়ের ক্ষমতার চেয়ার ছেড়ে আমাদের জনতার কাতারে চলে আসেন। আমরা একটি নতুন রাজনৈতিক দল করছি।
আজ রবিবার  বিকেলে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি সেমিনারে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, বিগত সময়ে এ দেশে যে রাজনৈতিক চর্চা ছিল, তা আবার নতুন করে দেখতে পাচ্ছি। এটি তাদের রক্তে মিশে গেছে। তাই আন্দোলনকারীদেরকেই রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে। যারা আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তাদেরকেই নেতৃত্বে থাকতে হবে। না হলে পেছনের সারির সুবিধাবাজ অযোগ্য বা কম দেশপ্রেমি যারা, তারা এ জায়গাটা নিয়ে নেবে।
তিনি তার নতুন রাজনৈতিক দলের আদর্শ তুলে ধরে বলেন, আপনারা যারা আমাদের রাজনৈতিক দলে আসতে চান তারা একটি সৎ উপার্জনের মাধ্যমে জীবিকার ব্যবস্থা করুন। যারা রাজনীতি করে তারা যদি সৎভাবে উপার্জনের পথ না পায় দুর্নীতি করবে। আগে যারা রাজনীতি করেছে তারা প্রথমে ১০ হাজার টাকা পরে ১০ লক্ষ টাকা দুর্নীতি করেছে। এভাবে হাত বাড়ানোর পথ বন্ধ করতে হবে।

আরও পড়ুন