নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আওয়ামী লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাক। বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান ফখরুলের। থানা থেকে লুট হওয়া অস্ত্র বেচাকেনার কথা স্বীকার কনস্টেবল রিয়াদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নগরে বিক্ষোভ সমাবেশ। কুষ্টিয়ায় সড়কে ঝরল দুই প্রাণ। কর্ণফুলীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মা হাসপাতালে। চট্টগ্রামে পেট্রোল পাম্প থেকে তেল না কেনায় কারখানায় হামলা। চট্রগ্রামের সাতকানিয়া প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্জি নিহত। ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: জাতিসংঘ।

ফের জলদস্যু উৎপাত।

নিউজ ডেস্কঃ
শনিবার, ২২ মার্চ, ২০২৫
নুরে আলম। পেশায় জেলে। সাতক্ষীরার সুন্দরবন অঞ্চলে খাল-নদীতে মাছ ধরেন বংশপরম্পরায়। সম্প্রতি তিনি একটি ১০ টাকার নোট কিনেছেন ৪০ হাজার টাকা দিয়ে। তবে এটি কোনো সাধারণ নোট নয়। নোটটি জলদস্যুদের দেওয়া চাঁদাবাজির ‘কার্ড’।
যেটি সঙ্গে থাকলে নিরাপদে মাছ ধরতে পারেন নুরের মতো জেলেরা। নোটটটি দেখালে অন্য কোনো জলদস্যু তাদের আক্রমণ করবে না। জলদস্যু বা ডাকাতরা ওই ১০ টাকার নোটের সিরিয়াল নম্বরটা (টাকার নম্বর) তাদের ডায়েরিতে লিখে রাখে। প্রত্যেক বোটের নামের পেছনে দেওয়া হয় একটি সিরিয়াল নম্বর। সিরিয়ালে জেলে, মাঝি ও বহদ্দারের নাম লেখা থাকে। সাগরে গেলে ওই ১০ টাকার নোটটা সঙ্গে রাখতে হয় জেলেদের।
গত ৫ আগস্টের পর খুলনা-সাতক্ষীরাসহ সুন্দরবনসংলগ্ন এলাকার এটি এখন সাধারণ চিত্র। বেশ কয়েক বছর শান্ত থাকার পর গত ৭ মাস ধরে আবারও উৎপাত বেড়েছে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যুদের। অপহরণ, চাঁদাবাজিসহ তাদের নানা অত্যাচারে দিশাহারা স্থানীয়রা। জেলেরা মাছ ধরতে ভয় পাচ্ছেন। জীবিকার তাগিদে জঙ্গলে যেতে ভয় পাচ্ছেন সুন্দরবনকেন্দ্রিক স্থানীয় পেশাজীবীরা। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, যৌথ টহল বৃদ্ধির মাধ্যমে শিগগিরই নিয়ন্ত্রণে আনা হবে জলদস্যুদের।

আরও পড়ুন