যেই ফ্যাসিস্ট-জালিমরা সেলিম তালুকদারকে হত্যার পর তার পুরো পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট-জালিমদের বিচার নিশ্চিত দেখতে চায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, বাংলাদেশ পেনাল কোড যে ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে আমরা সেই সর্বোচ্চ শাস্তির দাবি করছি। গড়িমসি করে সময় ক্ষেপণ করার দরকার নেই, অল্প সময়ের ভেতরেই খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদের বিচার ও শাস্তির আওতায় দেখতে চাই।
আজ সোমবার দুপুর ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে পথসভায় এসব কথা বলেন। বিগত ফ্যাসিস্ট সরকারে থেকে যারা নানা অপরাধে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তোলেন জামায়াতের এ শীর্ষ নেতা।
ঝালকাঠি জেলা জামায়াত আয়োজিত পথসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, সেলিম তালুকদারের জন্ম রমজান মাসে এজন্য তার আরেকটি নাম রয়েছে রমজান। যা ফার্সি শব্দ, কুরআনের ভাষায় সাওম বা সিয়াম। সবমিলিয়ে রোজা’র অভিভাবকদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি তার নাম হবে সাইমা সেলিম রোজা। এখন থেকে সে এই নামেই পরিচিত হবে। শিশু কন্যাটি শহীদের সন্তান হিসেবে মর্যাদার সাথে বড় হবে ইনশাআল্লাহ। যার বাবা দেশের জন্য আপোষহীন হয়ে গুলির সামনে বুক পেতে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন, সেও যেন তার বাবার অনুসারী হয়ে ভালো মানুষ ও দেশপ্রেমিক হতে পারেন। আল্লাহ যেন জাতির খেদমতে এই মেয়েটাকে উপযুক্ততা দিয়ে তৈরি করেন।