নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বরবাদ’‘জংলি’র টিকিট পেলেন না গায়ক ইমরান।

বিনোদন ডেস্কঃ
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬ সিনেমা। এর মধ্যে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ ও অভিনেতা সিয়াম আহমেদের ‘জংলি’ সমান তালে এগিয়ে যাচ্ছে। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকেরা। তবে অনেকে আশাহতও হচ্ছেন টিকিট না পেয়ে। তেমনই এক অভিজ্ঞতা শেয়ার করেছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।
গতকাল বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তার অভিজ্ঞতা শেয়ার করেন।ফেসবুকে ইমরান লেখেন, কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য। শো হাউজফুল। শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকিট নাই।
ইমরান আরও লেখেন, তারপর ‘জংলি’ সিনেমা দেখবো বলে বললাম জংলির টিকিট আছে কিনা, ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই। আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।
এই গায়ক লেখেন, একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক।
যদিও ‘বরবাদ’ এর সঙ্গে সরাসরি যুক্ত ইমরান। এ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন এই গায়ক। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বীন ৩’ সিনেমার একটি করে গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।

আরও পড়ুন