বিনোদন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার ৮ এপ্রিল, ২০২৫
ভারতের মুম্বাইভিত্তিক হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড নামেই বিশ্বে সুপরিচিত। বলিউড অভিনেত্রীরা শুধু ভারত নয়, বিশ্বের অধিকাংশ পুরুষের কাছেই স্বপ্নের নায়িকা। তাদের বিয়ে করতে মুখিয়ে থাকেন লাখো তরুণ-যুবা। কিন্তু বলিউডের এমন কয়েকজন নায়িকা এখনো আছেন, যারা একাধিক প্রেমে জড়ালেও বিয়ের করেননি। তাদের অনেকেই বিভিন্ন সময় জানিয়েছেন বিয়ের পিড়িতে না করার কারণ। আজকে এমনই ৫ লাস্যময়ী সিঙ্গেল নায়িকার কথা জানব আমরা।
সুস্মিতা সেন
প্রথমেই উঠে আসে সুস্মিতা সেনের নাম। রণদীপ হুডা, মিলিন্দ সোমান, বিক্রম ভট্ট, ললিত মোদীসহ বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সব শেষে কাশ্মীরি মডেল রোহমান শলের সঙ্গে দীর্ঘ দিন একসঙ্গে ছিলেন। পরবর্তীতে বন্ধুত্ব থাকলেও সম্পর্ক তাদের টেকেনি। এখনো বিয়ে করেননি সুস্মিতা। তবে দুই কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন অল্প বয়সেই। তাদের সঙ্গে ভালোই আছেন অভিনেত্রী। বহু নারীকে অনুপ্রাণিতও করেছেন সুস্মিতা।
নার্গিস ফাকরি
‘রকস্টার’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে তার জুটি সাড়া ফেলেছিল। পর্দার বাইরেও রণবীরের সঙ্গে তার রসায়ন নিয়ে বেশ আলোচনা হয়েছে। একটা সময়ে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে থেকেছেন তিনি। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর থেকে একা থাকার সিদ্ধান্ত নেন নার্গিস ফাকরি।
টাবু
বলিউডের আরেক শক্তিশালী অভিনেত্রী টাবু। বয়স তার কাছে সংখ্যামাত্র। এখনো তার রূপ ও ব্যক্তিত্বের কাছে কুপোকাত অনেকে। ৩০ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন। সম্পর্কের গুঞ্জনও রয়েছে। কিন্তু ঘোষিত সম্পর্কে কখনোই থাকতে দেখা যায়নি টাবুকে।
৫২ বছর বয়সী অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ‘একাকী বিষয়টা আমি নেতিবাচক হিসেবে দেখি না। শুধু সম্পর্ক নয়, সুখ আসতে পারে বহু জায়গা থেকে। কখনো একা লাগলে সেটা নিজে সামলে ওঠা যায়। কিন্তু ভুল সঙ্গীর সঙ্গে সারা জীবন কাটানো আরও যন্ত্রণাদায়ক।’
আমিশা প্যাটেল
ক্যারিয়ারের শুরুতে ঝড় তুলেছিলেন আমিশা প্যাটেল। তার শিক্ষাগত যোগ্যতাও আলোচনায় উঠে এসেছে বারবার। কিন্তু এক সময় বলিউডের সঙ্গে বেড়েছে তার দূরত্ব। বেশ কয়েকটি সম্পর্কেও জড়িয়েছেন। বিয়ে না করেও দিব্যি আছেন এ অভিনেত্রী। বছর খানিক আগে ‘গদর ২’ ছবিতেও নজর কেড়েছিলেন তিনি।