নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আওয়ামী লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাক। বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান ফখরুলের। থানা থেকে লুট হওয়া অস্ত্র বেচাকেনার কথা স্বীকার কনস্টেবল রিয়াদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নগরে বিক্ষোভ সমাবেশ। কুষ্টিয়ায় সড়কে ঝরল দুই প্রাণ। কর্ণফুলীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মা হাসপাতালে। চট্টগ্রামে পেট্রোল পাম্প থেকে তেল না কেনায় কারখানায় হামলা। চট্রগ্রামের সাতকানিয়া প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্জি নিহত। ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: জাতিসংঘ।

বাতিল হতে পারে ১৩০০ ফ্লাইট, হাজারো স্থাপনা বিদ্যুৎহীন।

আন্তজার্তিক ডেস্কঃ
শনিবার, ২২ মার্চ, ২০২৫
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর গতকাল শুক্রবার সারাদিন বন্ধ ছিল। এ কারণে এই রুটের উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাহত হয়েছে। বিমানবন্দরটির কাছের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হিথ্রো কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্তের কথা জানায়।
উপকেন্দ্রটি থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। উপকেন্দ্রে আগুনের কারণে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রোতে ব্যাপক বিদ্যুৎ-বিভ্রাট দেখা দেয়। ফায়ার সার্ভিস বাহিনী জানিয়েছে, বৈদ্যুতিক উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিশ্বের পঞ্চম ব্যস্ততম এই বিমানবন্দর বন্ধের কারণে নানা সংস্থার উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাহত হয়েছে। বিমানবন্দরটি বন্ধের কারণে গতকাল ১ হাজার ৩০০টি বেশি ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, বৈদ্যুতিক উপকেন্দ্রটির আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় ৭০ কর্মী কাজ করেছেন। বৈদ্যুতিক উপকেন্দ্র এলাকার আকাশে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। উপকেন্দ্রটির আশপাশের ভবনগুলো থেকে প্রায় ১৫০ ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। হাজারো ঘরবাড়িসহ স্থাপনা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আরও পড়ুন