নিউজ ডেস্কঃ
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
আজ সোমবার দুমকি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সময়ের আলো
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ১৫ বছর ধরে অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার। সর্বশেষ নির্বাচনের সময়েও বিএনপির ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে বিভিন্ন প্রলোভন দেয়া হয়েছিল। কিন্তু দলের প্রতি আনুগত্যের কারনে বিএনপির নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, দল এখন পাথরের মত শক্ত কেয়ামত পর্যন্ত চেষ্টা চালিয়েও কেউ বিএনপিকে ভাঙতে পারবেনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংস্কার করে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে।সোমবার (১৭ মার্চ) বিকেলে দুমকি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।