নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার ১৩,এপ্রিল, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েস্বর চন্দ্র রায় বলেছেন, ‘কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া বিটি মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবেই। কেউ তা বন্ধ করতে পারবে না। যুগের পর যুগ এ মাঠে মেলা হয়ে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই মাঠে কোনো মেলার আয়োজন করতে পারিনি। এখন খুনি হাসিনা নেই আমরা মুক্ত। তাই এ মাঠে আনন্দ পালনের মধ্য দিয়ে মেলা হবে।’
এর আগে শনিবার দুপুরে তেঘরিয়া বিটি মাঠে মেলার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।গয়েস্বর চন্দ্র রায় আরও বলেন, ১৮৪২ সাল থেকে এই মাঠটি বিটি মাঠ হিসেবে পরিচিত। বিগত সরকারের আমলে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ক্ষমতার অপব্যবহার করে কিছু মানুষের জমি অধিগ্রহন না করে এই মাঠটি তার বাবার নামে নামকরণ করেন। পরে জানতে পারি, মাঠটি বর্তমানে ক্রীড়া উন্নয়ন বোর্ডের অধীনে চলে গেছে। বিষয়টা আমাকে হতাশ করেছে।
তিনি আরও বলেন, প্রাচীন কাল থেকেই এই মাঠে প্রতিবছর বৈশাখ মাসে মেলার আয়োজন হয়। বিগত সরকারের আমলে তা বন্ধ হয়ে যায়। এখন আমরা স্বাধীন ও মুক্ত। এই বছর জনগন স্বাধীনভাবে বৈশাখী মেলা ব্যাপক ভাবে পালন করবে।