নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বিতর্কে শীর্ষ নেতারা, কার্যক্রম ধীরগতিতে।

আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার ২৮ এপ্রিল ২০২৫
গতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের ২ মাস পূর্ণ হয়েছে আজ। ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ এর লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলেও এর মধ্যেই নানা বিতর্কে জড়িয়েছে দলটির শীর্ষ নেতারা। এমন অবস্থায় দলের সদস্যদের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ‘শৃঙ্খলা’ কমিটিও গঠন করেছে সংগঠনটি। এরই মধ্যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দলের একজন যুগ্ম সদস্য সচিবকে দল থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে পাশাপাশি দুই মাস পার হলেও এখনও দলের কেন্দ্রীয় স্থায়ী কার্যালয় ঠিক করতে পারেনি এনসিপি। এ ছাড়া চূড়ান্ত হয়নি দলের গঠনতন্ত্র, পূরণ হয়নি নিবন্ধনের শর্তও। তবে সংগঠনটির নেতারা বলছেন, এক-দেড় মাসের মধ্যেই এসব কাজ সম্পন্ন হয়ে যাবে, দৃশ্যমান হবে দলের সাংগঠনিক বিস্তৃতি।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তরুণদের এই দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া। মানুষকে বোঝাতে হবে নতুন দল গতানুগতিক রাজনৈতিক দলগুলোর বাইরে। যদিও এই জায়গাটা এনসিপি এখনও তৈরি করতে পারেনি।
নানা বিতর্কে দলের শীর্ষ নেতারা : সম্প্রতি দলের এক সাধারণ সভায় নেতাদের বিলাসী জীবন ও অনিয়ম নিয়ে আলোচনা হয়। এরই মধ্যে পাঠ্যবই ছাপার কাজে দুর্নীতি, জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপসহ বিভিন্ন অভিযোগে দলটির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়। এ ছাড়া দলটির দুই শীর্ষ নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত শোডাউন, দুদক সফর এবং সেনাবাহিনী নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টের কারণে বারবার আলোচনায় এসেছেন। সংগঠনের চেয়ে ব্যক্তিগত রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন শীর্ষ নেতাদের কেউ কেউ এমন অভিযোগ উঠেছে দলটির অভ্যন্তরে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিলেও দলের কোনো কোনো নেতার কার্যকলাপ পুরোনো রাজনীতির ধারাই মেনে চলছে এমন অভিযোগও রয়েছে।
তবে সংগঠনটির নেতারা বলছেন, তারা এ ধরনের সংস্কৃতি পরিহার করে, সংগঠন গোছাতে এবং সারা দেশে সংগঠন প্রতিষ্ঠা করতে নেতাদের মনোযোগী হতে নির্দেশনা দিয়েছেন। দলীয়ভাবে বলা হয়েছে, এখনই আসনকেন্দ্রিক রাজনীতি না করতে ও শোডাউন না করতে। এ ছাড়া ২ মাস পার হলেও এখনও সাংগঠনিকভাবে তৃণমূলে বিস্তৃতি ঘটানো সম্ভব হয়নি এনসিপির।

আরও পড়ুন