নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের বিভিন্ন দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর পরই আন্তর্জাতিক বাজারে বেড়েছে সোনার দাম। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম রয়টার্স।
এতে বলা হয়েছে, ট্রাম্প নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার এক ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) সোনার দাম হয়েছে ৩ হাজার ১২৯ দশমিক ৪৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৭৬ হাজার ৮৯৯ দশমিক ৩৩ টাকা)। যা আগের চেয়ে দশমিক ৬ শতাংশ বেশি।
গতকাল বুধবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন শুল্ক পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প।
সেই ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারী সব দেশের ওপর রপ্তানিশুল্ক আরোপ করেছে তার নেতৃত্বাধীন প্রশাসন। দেশভেদে এই শুল্কের হার সর্বনিম্ন ১০ শতাংশ (বেইসলাইন ট্যারিফ) থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ
সংশ্লিষ্টরা বলছেন, সোনার দামের বৃদ্ধির কারণ কেবল বাণিজ্য অনিশ্চয়তার সঙ্গেই সম্পর্কিত নয়, বরং মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অস্থিরতার কারণেও এটি আংশিকভাবে দায়ী।চলতি মাসেই প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ৩ হাজার ডলার ছাড়িয়েছে।
ডলারের মান বারবার ওঠানামা করার কারণে করোনা মহামারির পর থেকে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বাড়তে থাকে। এই বাজারের সবচেয়ে বড় ক্রেতা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। তবে অনেক বিনিয়োগকারীও বর্তমানে বিনিয়োগের মাধ্যম হিসেবে ডলারের পরিবর্তে সোনার ব্যবহার করছেন।