নিউজ ডেস্ক:
রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে টঙ্গী, আব্দুল্লাহপুর, কামারপাড়া ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত মোনাজাতকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে আগেই যান চলাচল স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হয়েছিল। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম গতকাল শনিবার দুপুরে বলেন, ‘আখেরি মোনাজাতের সময় সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।’
তিনি আরও বলেন, ‘বিগত বছরগুলোতে ইজতেমা ময়দানের আশপাশের সড়কগুলোতে আখেরি মোনাজাতের আগ মুহূর্তে তীব্র যানজট দেখা গেলেও এ বছর প্রথম ও দ্বিতীয় পর্বের মোনাজাতকে ঘিরে সড়কে কোনো চাপ দেখা যায়নি।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে বিশেষ ব্যবস্থা গ্রহণ করায় নির্বিঘ্নে যান চলাচল স্বাভাবিক থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।