আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
পোশাক : বৈশাখের প্রথম দিনে সুতি লাল-সাদা শাড়ি, সালওয়ার-কামিজবেছে নেওয়া ছাড়াও বেছে নিতে পারেন অন্য রংও। তবে এ সময় হালকা রঙের পোশাক আরামদায়ক হবে। শাড়ি খুব আঁটসাঁটভাবে না পরে পরতে পারেন আটপৌরে ঢঙে। এতে স্টাইলের পাশাপাশি হাঁটতেও আরাম হবে এবং গরমও লাগবে না। শাড়ির মতো সালওয়ার-কামিজও খুব ফিটিং করে না বানানোই ভালো। এতে সারা দিন ফুরফুরে থাকতে পারবেন।
মেকআপ : গরমে মেকআপ করলে অস্বস্তি লাগবেই। তাও এই দিনে মেকআপ একটু না করলে কী হয়! তাই হালকা মেকআপের জন্য ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিম ব্যবহার করুন। কারণ ফাউন্ডেশন বিবি ক্রিমের চেয়ে ভারী হয়ে থাকে আর ভারী মেকআপ বেশিক্ষণ থাকলে অনেকেরই ত্বকে সমস্যা দেখা দেয়। মুখ ভালোমতো ধুয়ে ফেসিয়াল করে নিন। এবার মুখে বরফ ঘষে নিন এতে মেকআপে আপনার ত্বকের ক্ষতি হবে না। এরপর ৫ মিনিট অপেক্ষা করে সানস্ক্রিন লাগিয়ে নিন। বিবি ক্রিম ব্যবহার করুন। শেষে প্রেসড-পাউডার ব্যবহার করুন। এতে মুখ উজ্জ্বল থাকবে। এমন হালকা বেজ-মেকআপে সারা দিন থাকবেন স্বাচ্ছন্দ্যে।
চোখের সাজ : বাঙালি মেয়েদের চোখের সাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কাজল। তাই আইলাইনার দেওয়ার পর গাঢ় করে কাজল লাগিয়ে নিন। চাইলে আইস্যাডো ব্যবহার করতে পারেন তবে সেটি হালকা সাজের হলে ভালো হয়। দুপুরে সাজে চোখে আইস্যাডো-মেকআপ হালকাই মানায়।
ঠোঁটের সাজ : নিজের ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে যেকোনো গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করুন। তবে এই দিনে সবাইকে লাল রং ভালো মানায়। ঠোঁটে লাল রঙের লিপস্টিক ব্যবহার করলে মুখের হালকা মেকআপের সঙ্গে দারুণ মানিয়ে যাবে।
চুলের সাজ : ফুলের সঙ্গে বৈশাখের আজন্ম মাখামাখি। তাই বৈশাখী সাজে ফুল একটি অবিচ্ছেদ্য অংশ। শাড়ির সঙ্গে ফুল থাকবে না এটি হতেই পারে না। বৈশাখ বরণের এই আয়োজনে বাঙালি নারীর সব পোশাকের সঙ্গেই রঙিন ফুল আমাদের লাগবেই।
তাই তো আজকাল ফুলের সাজ শাড়ি পেরিয়ে সালওয়ার-কামিজ, ফতুয়া-টপস সবকিছুতেই ভর করেছে। যাদের লম্বা চুল তারা একটি এলো খোঁপা করতে পারেন। করতে পারেন হাতখোঁপা বা ফ্রেঞ্চ খোঁপা বা বেনুনি। বেণিতে অর্কিড-জারবেরা খুব ভালো লাগে। বেণির ভাঁজে ভাঁজে গোলাপ বুনে দিলে সাজে আপনি হয়ে উঠবেন সবার থেকে আলাদা।