নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ভক্তদের ভালোবাসায় সিক্ত মেগাস্টার শাকিব খান।

বিনোদন ডেস্ক:
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের আঁতুরঘর এফডিসিতে বেশ জাকজমকভাবে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়। এই উৎসবে দেশের তারকা শিল্পীরা উপস্থিত ছিলেন। এই তালিকায় রয়েছেন— নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, রুবেল, নায়িকা রত,মুক্তি প্রমুখ। তবে এফডিসিতে উপস্থিত থেকেও উৎসবে অংশ নেননি দেশসেরা নায়ক শাকিব খান।

শিল্পী সমিতির পাশের ফ্লোরে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখানে নির্মাতা রায়হান রাফির ‘তা-ব’ সিনেমার শুটিং করছেন এই ঢালিউড কিং। সন্ধ্যা নামার ঠিক কিছুক্ষণ আগে ‘তা-ব’ সিনেমার সেটে চক্কর দিই। শুটিং সেটের প্রবেশ মুখে বাউন্সার আর নিরাপত্তা প্রহরীদের প্রশ্নের মুখামুখি হই।

এরই মধ্যে বাউন্সারের ওয়াকিটকিতে শোনা যায়, “সাংবাদিক ভাইয়েরা আসছেন তাদের রিসিভ করুন।” পরিচালকের এমন নির্দেশে আমাদের ভেতরে নিয়ে যান তারা। সেটে ঢুকেই বুঝতে পারি, কড়া নিরাপত্তায় ঘেরা কোনো স্থানে প্রবেশ করেছি। চারপাশ ‘সোয়াট’ টিমে ঘেরা। যদিও এসব শুটিংয়ের প্রয়োজনে। নিরাপত্তার জন্য রয়েছেন বাউন্সার। তাদের ওয়াকিটকিতে আসছে বিভিন্ন বার্তা।

কুশলবিনিময়ের পর পরিচালক রায়হান রাফি শুটিং সেট ঘুরে দেখান। সেটের প্রত্যেকটা জিনিসপত্র আসল। একটি টেলিভিশন স্টেশনের সেট নির্মাণ করা হয়েছে। স্টুডিও থেকে শুরু করে ওয়াশরুম, সবই নতুনভাবে নির্মিত।
শাকিব খানের সঙ্গে দেখা করাতে নির্মাতা নিয়ে যান তার মেকআপ রুমে। মেকআপ রুমের সামনে দেখা মেলে কয়েকজন নিরাপত্তাকর্মীর। আমাদের পরিচয় বার্তা শাকিব খানের কাছে পৌঁছানোর পর মেকআপ রুমে প্রবেশের অনুমতি মেলে। মেকআপ রুমে প্রবেশ করে অনুভব করি, সত্যিই কোনো সুপারস্টারের মেকআপ রুমে আছি।

এফডিসির সেই চিরচেনা মেকআপ রুম নয় এটি। শাকিব খানের জন্য নতুন করে তৈরি করা হয়েছে। সেখানে কী নেই! সোফা, ফ্রিজ, এসি, দেয়ালে পেপার আর ফ্লোরে বিছানো কার্পেট।আমাদের পেয়ে শাকিব খান সেই পুরোনো দিনে ফিরে গেলেন। নানা বিষয়ে স্মৃতিচারণ করলেন।

ঢাকাই চলচ্চিত্র বেশ কয়েকবার সংকটে পড়ে। তা উল্লেখ করে রাইজিংবিডি ডটকমকে শাকিব খান বলেন, “অশ্লীলতা বাংলা সিনেমায় প্রথম আঘাত হানে। বাংলা সিনেমা বেশ ভালোই যাচ্ছিল। অশ্লীলতার কারণে পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেন দর্শক। হল সংখ্যা কমতে শুরু করে। আন্দোলন-সংগ্রাম করে সেটা বন্ধ করতে পেরেছি। এটা বাংলা সিনেমায় প্রথম ধাক্কা।

 

আরও পড়ুন