নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ভারত বধে সেরা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

আমারদেশ২৪ ডেস্কঃ

মঙ্গলবার , ১৮  মার্চ, ২০২৫

ভারতের বিপক্ষে ম্যাচের বাকি আর ১০ দিন। সৌদি আরবের তায়েফে কোচ হাভিয়ের কাবরেরা অধীনে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ। লক্ষ্য এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের বিপক্ষে জয়। সে লক্ষ্যে এবার একটু আগেভাগেই সৌদিতে ক্যাম্প করছে লাল সবুজের প্রতিনিধিরা। তায়েফের প্রশিক্ষণ থেকেই দলের সহকারী কোচ ও খেলোয়াড়েরা জানিয়েছেন ভারত ম্যাচের জন্য তারা প্রস্তুত। দারুণ কিছুর আশায় কাবরেরার দল। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটি খেলবে শিলংয়ে জওহর লাল নেহেরু স্টেডিয়ামে। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সৌদির তায়েফের কন্ডিশন বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন এই সপ্তাহটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।

শুক্রবার ফোকাস করেছিলাম যে আমরা কীভাবে ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করেছি। পাশাপাশি ভারত কিভাবে অ্যাটাকিংয়ে যায়, এবং আমাদের তাদের কিভাবে ব্লক করতে হবে, এ নিয়ে আমাদের ক্লাস হয়েছে। শনিবারটাও আমাদের কেটেছে একই প্রক্রিয়ায়।

বাংলাদেশ দলে এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও ইতালির ফোর্থ টায়ারে খেলা ফাহমিদুল ইসলাম। ইতিমধ্যে দলের সঙ্গে সৌদিতে যোগ দিয়েছে লেফটব্যাক ফাহমিদুল। আর প্রস্তুতি ম্যাচে নিজের জাতটাও চিনিয়েছেন ফাহমিদুল। হামজারও দেশে আসার কথা আজ ১৭ মার্চ। যে কারণে দলে বেড়েছে প্রতিযোগিতা।

একাদশে সুযোগ পেতে খেলোয়াড়রা দিচ্ছেন নিজেদের সর্বোচ্চটা। সহকারী কোচের কথাতেই তা পরিস্কার সব কিছু মিলিয়ে ছেলেরা খুব হার্ডওয়ার্ক করছে। প্রত্যেকে তাদের সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করছে। শিলংয়ের কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন মিডফিল্ডার মো. সোহেল রানা। ভিডিও বার্তায় বলেছেন অবশ্যই আমরা ভালো ট্রেনিং করেছি। এখানে ঠান্ডা ছিল । বৃষ্টিও হয়েছে একাধিকবার। শিলংয়ে গিয়ে আমরা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব। ভারত ম্যাচ নিয়ে আমাদের কোচিং স্টাফ আমাদের কি করতে হবে সেসব দেখিয়ে দিচ্ছে। আশা করি মাঠে আমরা এটার ছাপ রাখতে পারব।

আরও পড়ুন