নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ভোট পেছাতে নাগরিক পার্টি গোলমাল করছে, অভিযোগ ফারুকে।

নিউজ ডেস্কঃ
বুধবার, ১২ মার্চ, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।নির্বাচনকে পিছিয়ে নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নানা ধরনের গোলমাল করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, যারা আয়না ঘরে দীর্ঘদিন থেকে, জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করেছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য।জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার (১২ মার্চ) সকালে এক নাগরিক সমাবেশে ফারুক এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কাজে সময় ব্যয় হওয়ায় আওয়ামী লীগ যাতে ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন।বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, বিএনপি এই সরকারকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সংস্কার অবশ্যই করবেন কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী প্রেত্মাতারা সুযোগ বুঝে কোপ মারবে, এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেয়া উচিত।

‘এনসিপি’ গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে জানিয়ে ফারুক বলেন, সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই, আমার বিরুদ্ধে ৮৪টা মামলা ছিল, ১৬ বছরে ৯ বছর জেলে ছিলাম, একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনুসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন।বিএনপির এই নেতা মনে করেন, পতিত সরকারের বিচার করতে চাইলে এই মুহূর্তে দেশের জনপ্রতিনিধির সরকার প্রয়োজন।

আরও পড়ুন