ভোলায় হরতালের নামে নাশকতার পরিকল্পনা করার সময় জেলা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিনকে আটক করেছে যৌথ বাহিনী।
তাদেরকে আটকের খবরে এলাকার মানুষ যৌথ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে। তারা দীর্ঘ দিন ধরে এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। গত আওয়ামী লীগ আমলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। ঐ সময় সাবেক মন্ত্রী আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এর ক্ষমতা দেখিয়ে জোর পূর্বক মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার হয়েছে। এছাড়া অসহায় মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়ার নামে অনিয়ম,দুর্নীতির বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গতরাতে ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে ভোলা শহরের কালিবাড়ি রোডস্থ একটি বাসায় অভিযান চালায়। এসময় ঐ বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় আটক করে। পরে তাদেরকে ভোলা সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের আদালতে সোপার্দ করবে বলে জানান ওসি মোঃ হাসনাঈন আহমেদ।