নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ঈদুল আযহার তারিখ ঘোষণা।

আন্তজার্তিক ডেস্ক:
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় মালয়েশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির ধর্মবিষয়ক কর্তৃপক্ষ ঘোষণা দেয়—এ বছরের জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে (বুধবার) থেকে শুরু হবে জিলহজ মাস। সে অনুসারে, মালয়েশিয়ায় ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ৭ জুন (শনিবার)।
ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, দেশটিতে ঈদুল আজহা পালিত হবে ৬ জুন (শুক্রবার)। ব্রুনাইয়েও চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ৭ জুন ঈদ উদ্‌যাপিত হবে।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবসহ অন্যান্য অঞ্চলে এখনও জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার অপেক্ষা চলছে। যদি ২৭ মে সৌদি আরবে চাঁদ দেখা যায়, তবে ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফাতের দিন এবং ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ৬ জুন (শুক্রবার)।
হিজরি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ মাস জিলহজ চাঁদ দেখার ওপর নির্ভর করে হজ ও ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়।

আরও পড়ুন