নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত ২৮, নিখোঁজ ৪৩।

আমারদেশ২৪
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৮ জন নিহত হয়েছেন এবং ৪৩ জন নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প, যার কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলে। এর তীব্র প্রভাব অনুভূত হয় প্রতিবেশী বাংলাদেশ, চীন এবং থাইল্যান্ডে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এদিকে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ফুম্থাম ওয়েচায়াচাই সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, থাইল্যান্ডে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ব্যাংককে একটি বহুতল ভবন ধসে অন্তত ৮১ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে তিনি।

আরও পড়ুন