নিউজ ডেস্কঃ
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কল্লোল বৈরাগী নামের এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ।এর আগে রোববার রাতে দ্বিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি আনিসুর রহমান।
পুলিশ জানায়, কালিগঞ্জের এলাকার এক যুবতী (৩৫) মোংলা ইপিজেড’র গার্মন্টসে কাজ করার সুবাধে মোংলা দ্বিগরাজ এলাকার পুতুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। একই বাড়িতে ভাড়া থাকতেন কল্লোল। বেশ কিছু দিন যাবত কল্লোল ওই নারীকে কু-প্রস্তাত দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় এর আগের রবিবার রাত আটটার দিকে কুপ্রস্তাব দেয়া নারীকে বাসায় একা পেয়ে পিছন থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে কল্লোল বলে মামলায় উল্লেখ করা হয়। পরে ওই নারীর চিৎকার শুনে পাশের লোকজন ছুটে আসলে দৌড়ে পালিয়ে যায় কল্লোল বৈরাগী।
কল্লোল খুলনা জেলার দাকোপ থানার দোপাদি গ্রামের কালু বৈরাগীর ছেলে।এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গেলো রোববার রাতে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন ধারায় মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আজ সোমবার দুপুরে আসামি কল্লোলকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানায় ওসি. আনিসুর রহমান।