নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মোংলা বন্দর জেটিতে একই সাথে চর বিদেশি বাণিজ্যিক জাহাজ।

আমারদেশ২৪ ডেস্কঃ
সোমবার, ২৪ মার্চ, ২০২৫
মোংলা বন্দর জেটিতে একই সাথে ভিড়েছে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ। মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের  উপ পরিচালক মো. মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি প্রেস নোটে আরো জানান, পানামা পতাকাবাহী জাহাজ এম ভি জুপিটার ৪০৮৩ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৫ নং জেটিতে, সাউথ কোরিয়া পতাকাবাহী জাহাজ এম ভি মেরিগোল্ড ৫০০০ মেট্রিক টন গুড় নিয়ে বন্দরের ৬ নং জেটিতে, হংকং পতাকাবাহী জাহাজ এম ভি হ্যান হুই ১৯৭০.৪১০ মেট্রিক টন স্টিলের পাইপ পণ্য নিয়ে বন্দরের ৭ নং জেটিতে এবং বারবাডোস পতাকাবাহী জাহাজ এম ভি আনকা ব্লু ১৭৬৯.০৬৯ মেট্রিক টন মেশিনারিজ মালামাল নিয়ে বন্দরের ৮ নং জেটিতে ভিড়েছে। জেটিতে অবস্থানরত ৪টি জাহাজে মোট ১২,৮২২.৪৭৯ মেট্রিক টন মালামাল রয়েছে।
মোংলা বন্দর জেটিতে আজ সোমবার  একদিনে ৪ টি বিদেশি বাণিজ্যিক জাহাজ সহ মোংলা বন্দরের  পোর্ট লিমিটের মধ্যে বেসক্রিকে ২টি, হারবারিয়ায় ৫ টি, গ্যাস কোম্পানিতে ২টি পয়েন্টে বর্তমানে মোট ১৪ টি জাহাজ অবস্থান করছে।

আরও পড়ুন