আন্তজার্তিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় এর আগে স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয়েছে।
স্থানীয় সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের বিপ্লবী যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউজের সামনে থেকে শুরু করে নিউইয়র্ক, ম্যাসুচুসেটস, ওয়াশিংটন ডিসিসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাম্প বিরোধীরা এ বিক্ষোভ আয়োজন করেন।
এ সময় বিভিন্ন রাজ্যের সড়কে বড় ও ছোট আকারের এ বিক্ষোভগুলোতে ট্রাম্পের অধীনে দেশটির গণতান্ত্রিক রীতিনীতির জন্য হুমকি হিসেবে দেখা বিষয়গুলোর সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে আসা ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক রাজমিস্ত্রি জানান, তিনি মনে করেন যে মার্কিনিরা বর্তমানে তাদের নিজ সরকারের আক্রমণের মুখে রয়েছে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাক-স্বাধীনতার জন্য এটি (বর্তমান) খুবই বিপজ্জনক সময়। আমি চাচ্ছিলাম আমার ছেলেরা এ দেশের স্বাধীনতার বিষয়ে জানুক, কারণ কখনও কখনও আমাদের স্বাধীনতার জন্য আবারও লড়াই করতে হবে।’এদিকে ট্রাম্পের বিলিয়নেয়ার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে টেসলা গাড়ির ডিলারশিপ শো-রুমের বাইরে প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা।