আমারদেশ২৪ ডোস্ক:
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে বহিরাগতদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে খুন হতে হয়েছে সেই বহিরাগতদেরকে দিয়ে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি করানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্ট বক্সে তিনি এ মন্তব্য করেন।
পোস্টের কমেন্টে সারজিস লেখেন, ‘যে বহিরাগতদের হাতে সাম্যকে খুন হতে হয়েছে সেই বহিরাগতদেরকে দিয়ে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি করানো হচ্ছে। এভাবেই বহিরাগতদেরকে ক্যাম্পাসে এক্সেস দেওয়া হয়। তারা শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে নিয়ে যা ইচ্ছা তাই স্লোগান দেয়। সাহস বেড়ে যায়। ফলশ্রুতিতে বিভিন্ন সময় তারা শিক্ষার্থীদের গায়ে হাত তোলার সাহস পায়।’তিনি আরও লেখেন, সর্বশেষ এমন চিত্র দেখেছিলাম ১৫ জুলাই ২০২৪।