শুক্রবার ৩১ জানুয়ারি, ২০২৫
বিপিএলে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না খুলনা টাইগার্সের সামনে। হারলেই বিদায় নিশ্চিত ছিল তাদের। বাঁচা-মরার ম্যাচে নিজেদের মেলে ধরেছে খুলনার ক্রিকেটাররা। মিরপুরে গতকাল বৃহস্পতিবার রংপুর রাইডার্সকে ৪৬ রানে হারিয়েছে খুলনা।
আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে খুলনা। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানে থামে রংপুর। দারুণ এক জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো খুলনা।
বিশাল লক্ষ্য তাড়ায় ১১ রানে প্রথম উইকেট হারায় রংপুর। ৯ রান করের নাসুম আহমেদের শিকার হন তাওফিক খান। দ্রুত বিদায় নেন সাইফ হাসানও। ৬ রানে রান আউট হন তিনি। এরপর হাল ধরার চেষ্টা করেন সৌম্য সরকার ও ইফতিখার আহমেদ। তবে, ৩৬ রানের জুটি ভাঙে ১৫ বলে ১৯ করে ইফতিখার সাজঘরে ফিরলে।
শেখ মেহেদি চেষ্টা করেছিলেন রানের গতি বাড়াতে। তবে সমান দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৭ রানের বেশি করতে পারেননি তিনি। বাকিদের ক্রমাগত ব্যর্থতায় একদিকে একা হয়ে পড়েন সৌম্য। নবম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে তিনি চেষ্টা করেছিলেন। ৬টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন সৌম্য। এটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। খুলনার পক্ষে মুশফিক হাসান তিনটি ও মোহাম্মদ নাওয়াজ নেন ২ উইকেট।
টানা আট জয়ে উড়তে থাকা রংপুর গ্রুপ পর্ব শেষ করেছে টানা চার হার দিয়ে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। আজকের জয়ে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খুলনা উঠে এসেছে তিন নম্বরে।